সুখবর সুখবর সুখবর পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। সুখবরটি নিয়ে এলো ভারতীয় পোস্ট অফিস তথা পশ্চিমবঙ্গের পোস্ট অফিস। এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ ভারতীয় সকল নাগরিক এখানে চাকরি করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হলো আপনি এখানে চাকরি করার আগে অবশ্যই এগুলো ভালো করে জেনে নিন।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে একটি বায়োডাটা বানাতে হবে। বায়োডাটার মধ্যে যাবতীয় তথ্য দিতে হবে এবং এরপর বায়োডাটা সঙ্গে আপনার যাবতীয় তথ্য ও সমস্ত ডকুমেন্টস গুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড  করে সমস্ত কিছু একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

বায়োডাটার মধ্যে যে সমস্ত তথ্য দিতে হবে: 

 i) নাম

 ii) পিতার নাম

 iii) যে পদের জন্য আবেদন করবেন

 iv) স্থায়ী ঠিকানা

 v)  ঠিকানা

 vi) জন্ম তারিখ

 vii) বয়স (01.07.2022 অনুযায়ী)

 viii) জাতি

 ix) শিক্ষাগত যোগ্যতা

 x) অভিজ্ঞতা

 xi) টেকনিক্যাল যোগ্যতা

 xii) নাগরিকত্ব

 xiii) অন্য কোন তথ্য যদি থাকে

পদের নাম: সুপারভাইজার।

বয়স: প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ২২ থেকে ৩০ বছরের মধ্যে। 

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 35,400-1,12,400/- টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও চাকরিপ্রার্থীর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015’.

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কাগজপত্র জমা দেবেন:

1. মাধ্যমিকের এডমিট কার্ড

2. মাধ্যমিকের মার্কশীট

3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

4. ড্রাইভিং লাইসেন্স

5. আধার কার্ড অথবা ভোটার কার্ড

6. অন্যান্য সার্টিফিকেট যদি থাকে

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন।

 

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: http://www.indiapost.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *